সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:৫৭

জুরাইন রেল ক্রসিংয়ে থেমে যাওয়া বাস ঠেলে টিআই বিপ্লব ভৌমিকের নেতৃত্বে ট্রাফিক পুলিশ ৪০ যাত্রী প্রাণ বাঁচালো

শাহজাহান জনিঃ
রাজধানীর জুরাইনে রেল ক্রসিংয়ে ৪০ জন যাত্রী নিয়ে থেমে গেল বাসটি। এ সময়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের টিআই বিপ্লব ভৌমিকের নেতৃত্বে তার সহকর্মী ট্রাফিক পুলিশকে নিয়ে টিআই বিপ্লব ভৌমিক লেললাইন থেকে যাত্রী বাহী বাসটি ঠেলে সরিয়ে দিয়ে ৪০ জন বান যাত্রীর প্রাণ রক্ষা করলেন। রাজধানীর জুরাইন রেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের স্টার্ট বন্ধ হয়ে যায় । বাসটিকে ঠেলে দুর্ঘটনা থেকে রক্ষা করেন ওয়ারী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। গত বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। মানবিক পুলিশ এই টিআই বিপ্লব ভৌমিক এ রকম অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছিনতাইকারী পাকড়াও, কুড়িয়ে পাওয়া শিশুকে তার অভিভাবকের কাছে পৌছে দেওয়া, গরীবদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াসহ মানবিক কাজে তার যথেষ্ট সুনাম রয়েছে। ওয়ারী ট্রাফিক বিভাগ জানায়, আনন্দ পরিবহনের বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। জুরাইন রেল ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক চেষ্টা করেও বাসের স্টার্ট দিতে পারছিলেন না। পরবর্তীতে কোনও উপায় না পাচ্ছিলেননা বাস চালক। এ ঘটনা তাৎক্ষণিক নজরে আসে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিআই বিপ্লব ভৌমিকের। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করার জন্য তার সহযাগী পুলিশ সদস্যদের নিয়ে রেল লাইনের উপর থেকে বাসটি ঠেলে পার করেন। এ সময়ে তাদের সহায়তা করে সাধারণ মানুষও।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা