সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:২২

তরমুজের চাড়ায় পরিচর্যায় ব্যস্ত চাষী

শাহজাহান জনিঃ

সখের বসে নিজেস্ব জমিতে তরমুজের চাষ করেছেন চাষী মোঃ জাফর আকন৷ চাড়া গুলো তরতর করে বেড়ে উঠছে৷ কীটনাশক ও সার দিতেও কার্পন্য করেননি তিনি৷ মেহনতি মানুষের মধ্যে তিনি একজন৷ নিবিড়ভাবে তরমুজের ক্ষেতে পরিচর্যা করছেন প্রায় প্রতিদিনই৷ জমি চাষ, আগাছা ছাড়ানো, সার দেওয়া, পানি ছিটানো কোন কমতি নেই এই ফসলের ক্ষেতে৷ অক্লান্ত পরিশ্রম করে চলছেন জাফর আকন৷ পটুয়াখালীর মির্জাগঞ্জের বাজিতা ৩ য় খন্ডে তার নিজস্ব বলে শাল আয়তনের জমিতে চাষাবাদ করছেন তরমুজের৷ চাড়াগাছে যাতে কোন পোকামাকড়ে আক্রমন করতে না পারে সে জন্য কীটনাশক স্প্রে করে দিয়েছেন৷ পরিমাণ মতো চাড়া গাছে পানিও ছিটাচ্ছেন৷ তার এই জমিতে তরমুজের বাম্পার ফলনের আশাবাদী তিনি৷ তার আশানুরুপ তরমুজের ফলন হলে নিজেস্ব চাহিদা মিটিয়ে তিনি বিক্রি করে বিপুল অংকের টাকা পেতে পারেন৷ সখের বসে করা এই ফসলের পিছেন তিনি ইতিমধ্যে বলে বিপুল অংকের টাকা খরচ করেছেন৷ তার দেখা দেখি যদি এ এলাকার অন্যান্য চাষীরা এই ফসল চাষাবাদে এগিয়ে আসেন তবে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে সচেতন মহল মনে করেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা