সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:১২

সাবেক ডিআইজি প্রিজন্স আমিনুর রহমান মারা গেছেন

স্টাফ রিপোর্টারঃ
সাবেক কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আমিনুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৮৪ বছর। দুই ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।আমিনুর রহমান ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার সময় তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলার ছিলেন। পরে ঐতিহাসিক জেলহত্যা মামলার বিচার শুরু হলে তিনি এর রাষ্ট্রপক্ষের প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।আমিনুর রহমান ১৯৩৮ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে ডেপুটি জেলার পদে যোগদান করেন এবং ১৯৯৮ সালে ডিআইজি প্রিজন্স হিসেবে চাকরি থেকে অবসরে যান। আমিনুর রহমান সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরনের বড় মামা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা