সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:২০

ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে শিগগিরই: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্কঃ
শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার(২৬ জানুয়ারি)ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।ঢাকার ভারতীয় হাইকমিশনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে গত ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগের সামান্য উদ্বেগ রয়েছে।তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করতে চাই। ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ বলে জানান বিক্রম দোরাইস্বামী।ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত দ্রুততম সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া প্রতিবেশী দেশগুলোকে আমরা যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করতে চাই। তিনি বলেন, ভারত শুধু একা করোনা ভাইরাস প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে চায় না, প্রতিবেশী দেশগুলোরও ইমিউনিটি বাড়াতে চাই আমরা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা