সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:০১

১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনারগাঁয়ের আমিন ডেমরার বক্সনগর থেকে গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধিঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি দল গত ০৪ মে ২০২৩ রাত সাড়ে ১০ টার দিকে সময় ঢাকার ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর সাকিনস্থ মুনিয়া স্টোর নামক মুদি দোকানের সামনে হতে প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমিনকে (৪১) গ্রেপ্তার করেছে। তার পিতার নাম মৃত হাজী মাওলানা আঃ হক। র‌্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে যে, আসামী মোঃ আমিন (৪১) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মঙ্গলেরগাঁও এলাকার বাসিন্দা। সে ২০১৬ সালে মামলার বাদী আবু তাহের মেম্বার এর নিকট থেকে হজ্জ্ব এজেন্সির ব্যবসার লোভ দেখিয়ে প্রতারণা করে ৪০ লাখ টাকা আত্মসাত করে। বাদীকে দীর্ঘ ৫ বছর যাবত তার টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভ্রান্ত করতে থাকে। বাদী তার টাকা না পেয়ে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং-১৬৭/২১, সেশন নং-১২৬/২২। এছাড়াও আরো জানা যায়, মোঃ আমিন একজন পেশাদার প্রতারক। সে অভিনব কৌশলে সমাজের সম্ভ্রান্ত লোকদের নিকট থেকে প্রতারণামূলকভাবে অর্থ আতœসাৎ করে। টাকা-পয়সা নিয়ে প্রতারণার জন্য আসামী মোঃ আমিন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামী মোঃ আমিন’কে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে মোঃ আমিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়।আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব -১১ এর আদমজীনগরের মিডিয়া অফিসার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত (৫ এপ্রিল ২০২৩) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা