সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:২৮

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের বাসের চাপায় রাসেল নিহত বাবা মা হারা ৬ বছরের রায়হানের করুন বিলাপ কার কাছে থাকবো 

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঢাকা চট্র্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পিডিকে সিএনজি পাম্পের সামনে ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজের বাস (নং ঢাকামেট্রো- স- ১৪-০৩৬০)চাপায় একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  ১০-২-২০২৪ তারিখ  শনিবার বেলা ৩ টা ৫৫ মিনিটের সময়। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট মোঃ জোহাইর বাসটি আটক করে কাঁচপুর ডাম্পিংয়ে রেখেছেন বলে জানিয়েছেন। শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিন আহমেদ বলেন, চট্রগ্রামমুখী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের বাসটি দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে মোঃ রাসেল (৩৫) নামের পথচারীকে চাপা দেয় । এ সময় বাসটির চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পথচারী মোঃ রাসেলকে উদ্ধার করে বিকেল ৫ টা ২০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচচু মিয়া । পুলিশ সার্জেন্ট মোঃ জোহাইর বলেন, রাসেল লাব্বাইক বাসের চালক হিসেবে কর্ম করতেন। তার পিতার নাম মৃত মোঃ মাসুদ সরকার নারায়ণগঞ্জের ফতুল­ার নিশ্চিন্তপুরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের শিবচরের কাদিরপুর গ্রামে। নিহত রাসেলের মা সেলিনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রাসেলের ছোট ভাই মোঃ আরিফ বলেন, আমরা ৩ ভাই, এবং মাকে নিয়ে ফতুল­ায় বসবাস করতাম। গত এক মাস অগে রাসেল (মেজো ভাই) এর স্ত্রী মারা যায়। রাসেলের ৬ বছরের একটি ছেলে রয়েছে নাম মোঃ রায়হান। এদিকে মায়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই শেষ ভরসা স্থল বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে রায়হান। গতকাল শনিবার রাত ১০ টার দিকে রাসেলের লাশ ময়নাতদন্ত শেষে ঢাকামেডিকেল কলেজ থেকে ফতুল­ার বাসায় নিয়ে আসার পর তার মা ছেলে রায়হানসহ আত্মীয় স্বজনদের করুন আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। রাসেলের ছোট ছেলে রায়হান বাবা কফিন ধরে আহাজারি করছিল মাকে হারালার বাবা তুমিও চলে গেলে আমি এতিম হয়ে গেলাম কার কাছে থাকবো বাবা।

 

 

 

 

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা