সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:০৯

হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের শিমরাইলে শৃঙ্খলার কারণে স্বস্তিদায়ক  যাত্রা হবে ঈদঘরমুখো মানুষের

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

  • হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন এর ব্যাপক মনিটরিংয়ের কারণে মহাসড়কের শিমরাইল এলাকা ব্যাপক পরিবর্তন হয়েছে৷ সড়ক/ মহাসড়ক ঘেঁষে নেই কোন দোকানপাট, যানবাহনের নেই কোন অবৈধ পার্কিং৷ ঈদুল ফিতরের অনেক আগেই শিমরাইলে মহাসড়কে শৃঙ্খলার এই ব্যাপক পরিবর্তন করার কারণে এবারও মহাসড়কের এই অংশ দিয়ে পূর্বাঞ্চলীয় ১৮ জেলার লাখ লাখ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে বলে মনে করেন স্থানীয়রা৷ গত ১১ মার্চ থেকেই মহাসড়কের দ্রুতগামী লেনে পরিবহন দাঁড় করে যাত্রী নামালেই হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের সদস্যরা ঠুকে দিচ্ছেন মামলা৷ গত ১৭ দিনে ৩ শতাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে৷ লোকাললেনেও অযাচিত পার্কিং কিংবা যানজট সৃষ্টি হবে এমন ধরনের যানবাহন ইচ্ছেমতো রাখলে সেক্ষেত্রেও রেহাই পাচ্ছেন না পরিবহন৷ হাইওয়ে পুলিশি টহল জোরদার এবং ক্যাম্প ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে মনিটরিং করার কারণে হাইওয়ে পুলিশ সদস্যদেরও কাজে গতিও বেড়েগেছে৷ মহাসড়ক ঘেঁষে ভাসমান দোকানও নেই শিমরাইলে৷ তবে স্থানীয়রা অভিযোগ করেন, শিমরাইলে খানকা মসজিদ ও মসজিদের সামনে যেহেতু সড়ক কিছুটা সরু এই জায়গা হাইওয়ে পুলিশের তদারকি বাড়ানো দরকার এবং খানকা মসজিদের সামনে সড়কে ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশার কারণে দূরপাল্লাগামী পরিবহন চলাচল করতে দুর্ভোগ পোহায়৷ এবং সেখানে কিছু ভাসমান দোকানও রয়েছে সে গুলোও স্থায়ীভাবে উচ্ছেদ করা দরকার বলে মনে করেন পরিবহন মালিক ও শ্রমিকরা৷ একাধিক পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, ঈদের অনেক আগেই শিমরাইলে যেভাবে শৃঙ্খলতার মধ্যে হাইওয়ে পুলিশ নিয়ে এসেছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে স্বস্তুিদায়ক যাত্রা হবে ঈদ ঘরমুখো মানুষের৷ কোন রকম ভোগান্তি তথা যানজটবিহীন মহাসড়ক দিয়ে লাখ লাখ যাত্রী ফিরতে পারবেন বাড়িতে৷ সেক্ষেত্রে ঈদের আগে শিমাইল হাইওয়ে ক্যাম্পের আরও অতিরিক্ত পুলিশ দেওয়া দরকার বলে মনে করেন পরিবহনের সাথে সংশ্লিষ্টরা৷
ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা