স্টাফ রিপোর্টারঃ
২৫-২৭ ফেব্রুয়ারী ২০২৫ তিন দিনব্যাপী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে পিআইবি ট্রেনিং৷ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী ট্রেনিংয়ে অংশ গ্রহন করেন৷ ট্রেনিংয়ে মোবাইল সাংবাদিকতার ওপর গুরুত্বপুর্ণ আলোচনা করা হয়৷ সাংবাদিকতার সঙ্গা লেখার ধরন, মোজো টুলস সেটিংস, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থী সংবাদকর্মীদের হাতে সনদ তুলে দেন পিআইবির পরিচালক পারভিন সুলতানা রাব্বি৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু৷প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান, ডাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, ও ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম৷ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং জেলা প্রতিনিধিসহ ৩৫ জন সংবাদকর্মী ট্রেনিংয়ে অংশ গ্রহন করেন৷