সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:০৩

সিদ্ধিরগঞ্জে পিআইবি কর্তৃক ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় রওশনআরা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম পিপিএম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল ইসলাম,এবং রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের প্যানেল মেয়র বিভা, অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান। সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গত ১০ জানুয়ারী রোববার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী কর্মসূচি গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন,সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, এবং যমুনা টিভির উপস্থাপক ও জগন্নাত বিশ্ববিদ্যলয়ের গনযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ। অনুষ্ঠানের সভাপতি ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম পিপিএম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল ইসলাম,এবং রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের প্যানেল মেয়র বিভা, অতিথি পিআইবির প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানসহ সকল অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মননা স্মারক প্রদান করা হয়। দৈনিক সমকাল সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, দৈনিক সংবাদ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোহমাম্মাদ কবীর হোসেন, আমাদের নতুন সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি নূরুল আজিজ চৌধুরী, দৈনিক ভোরের ডাক এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, দৈনিক প্রভাত এর সিদ্দিরগঞ্জ প্রতিনিধি এমআই ফারুক, দৈনিক খবরের নারায়ণগঞ্জ প্রতিনিধি এইচ এম ইমরান, দৈনিক ইত্তেফাক এর সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মোসলেম উদ্দিন, দৈানিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক যায়যায় দিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ ভুঁইয়া বাবুল, দৈনিক দেশ রুপান্তর এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সোহেল রহমান, দৈনিক আমার সংবাদ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, দৈনিক সময়ের আলো সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি অনু,দৈনিক আনন্দবাজার এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আহসানুল হাবিব সোহাগ, দৈনিক আওয়ার বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নুরজাহান ভুঁইয়া,দৈনিক স্বদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি খায়রুল ইসলামসহ প্রশিক্ষণগ্রহনকারী সিদ্ধিরগঞ্জ ও বিভিন্ন থানা এলাকা থেকে আগত ৩৫ জন গনমাধ্যমকর্মীকে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা