সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:৫১

সিদ্ধিরগঞ্জে একটি ঘরে অগ্নিকান্ড একই পরিবারের দগ্ধ ৭

  • আবির হোসেন / আলমগীর হোসেনঃ

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশন এলাকার১০ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাগপাড়ায় এলাকার কেতা মিয়া ওরফে তাজুল ইসলামের একটি টিনশেড বাসায় আগুন লেগে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে৷ গ্যাসের লিকেজ থেকে এ অগ্নকান্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা৷ গ্যাসের আগুণে অগ্নিদগ্ধরা হলেন ভাড়াটিয়া—সুখী আক্তার (৩৫), তার ছোট বোন জান্নাত (১৮) ছোট ভাই মোঃ আরিফ হোসেন (২০), মেয়ে সাদিয়া আক্তার(১৩) ও

২৫ দিনের কন্যা মুনতাহা,সুখীর ফুফাতো বোন রাহিমা আক্তার (৩০) ও তার মেয়ে রিতু আক্তার (১২)৷ স্থানীয় বাসিন্দা মোঃ আবুল হোসেন হোসেন বলেন রাতেই তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিউটে নিয়ে ভর্তি করা হয়েছে৷ রাতে বাসায় মশার কয়েল ধরাতে গেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাগেছে৷ রাহিমার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম বলেন গোদনাইল বাগপাড়ার কেতা মিয়ার( মোঃ তাজুল ইসলাম) টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে৷ তবে হুড়াহুড়ি ও আতংকিত হয় নিজেরাই আগুণ নিভাতে সক্ষম হলেও অগ্নিদগ্ধ হন ৭ জন৷ এদের মধ্যে মুনতাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় এনে পাশের বাসার ফরিদার কাছে তুলে দিয়েছেন একই বাড়ির ভাড়াটিয়া সাজেদা বেগম৷

 

রাহিমার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুখি ও তার বাসা পাশাপাশি৷ সুখী ও রাহিমার পরিবারের সকলের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বলইবুনিয়া৷ উভয় পরিবার বাগপাড়ার কেতার পৃথক দুটি বাড়িতে বসবাস করতো৷ গত কয়েক দিন আগে সুখীর একটি সন্তান প্রসব করে সেই সুবাধে তার সুখীর ফুফাতো বোন রাহিমা ও তার মেয়ে রিতু সুখীর বাসায় গিয়েছিলেন৷ রাতে মশার কয়েল ধরাতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ঘরের ৭ সদস্য৷ রাহিমা আদমজী ইপিজেডে পোশাক রনারাানায় কাজ করতেন তার স্বামী জাহাঙ্গীর আলম স্থানীয় বাগপাড়া এলাকা খাবার হোটেল ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন৷ সুুখী স্বামী নুরমোহাম্মাদ আদমজী মুনলাইট এলাকায় গার্মেন্টে চাকরী করেন৷ ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না৷ ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোঃ ফকরুদ্দিন আহমেদ বলেন গ্যাসের লিকেজ থেকে এ আগুন ও বিষ্ফোরণের ঘটনা ঘটেছে৷তিতাসগ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর নারায়ণগঞ্জ সদরের ম্যানেজার মোস্তাক মাসুদ মোঃ ইমরান বলেন, ওই বাড়ি ঘেঁষে তিতাসগ্যাসের লাইনে লিকেজ ছিল তা বন্ধ করে দিয়ে এসেছি৷ তবে স্থানীয়রা তিতাসগ্যাসের কর্মকর্তাদের গাফিলতির কারণে এ ঘটনার জন্ম হয়েছে৷ নাসিক ১০ ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন গ্যাসের লিকেজ থেকে এই বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন৷ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ঃ আবুবকর বলেন গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটতে পারে৷ সর্বশেষ রাত (২৫ জানুয়ারী) ১১ টায় প্রাপ্ত তথ্যে সুখীর ছোট ভাই আরিফ হোসেন বলেন, সুখী, রাহিমা ও জাম্নাত নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিওতে) রয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা