সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:২৪

মহাসড়কের দ্রুতগতির লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১৫৪ টি বাসের নামে মামলা, আটক ১০ টি

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

  • ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে দ্রুতগতির লেনে ঢাকাগামী দূরপাল্লার বাস দাঁড়িয়ে যাত্রী নামানোর কারণে ১৫৪ টি বাসের নামে মামলা দায়ের ও ১০ টি বাসের কাগজপত্রে ত্রুটি থাকায় আটক করেছে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের সদস্যরা। এর মধ্যে ২১ মার্চ বৃহস্পতিবার একদিনেই ৫০ টি বাসের নামে মামলা দায়ের করেছে তবু দ্রুত গতির লেনে বাস দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে । মহাসড়কের মধ্যে যাত্রীরা নেমে ৫ ফুট উচু সড়ক বিভাজক ডিঙ্গিয়ে যাত্রী সড়ক পারাপার হচ্ছেই। তাদের থামানো যাচ্ছেনা।এদিকে শিমরাইলে দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্তি ডিআইজি নাবিলা জাফরিন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব -১১ এর সিইও লেফটেনেন্ট কর্নেল সৈয়দ তানভির মাহমুদ পাশা এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস,নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম টিআই একেএম শরফুদ্দিন সরেজমিনে শিমরাইলে চিত্র দেখতে আসেন। আসন্ন ইদুল ফিতরের সময় মহাসড়কে ঘরমুখো মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়টি নিয়েও আলোচনা হয়। জনাসাধারণের যানমালের নিরাপত্তার স্বার্থে এবং ভোগান্তি কমাতে মহাসড়কের সড়ক বিভাজকের ওপর কাটাতারের বেড়া দ্রুত দিয়ে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্তি ডিআইজি নাবিলা জাফরিন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌকে তাগিদ দেন। কাটাতারের বেড়া না দেওয়া পর্যন্ত ঢাকাগামী দ্রুতগতির লেনে দূরপাল­াগামী বাস শিমরাইলে এসে যাত্রী নামিয়ে চলে যায়্ এতে বিপদের সম্মুক্ষীণ হচ্ছেন বিশেষ করে অসুস্থ লোকজন এবং বৃদ্ধ বৃদ্ধারা। কারণ পাঁচফুট উচু সক বিভাজক পার হওয়া কষ্ঠসাধ্য ব্যাপার। এ সময় নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাজকে কাটাতারের বেড়া দেওয়ার জন্য সড়ক জনপথ অধিদপ্তর ফান্ড তৈরি করে কাজ শুরু করতে সময় লাগবে এবং ত ফিতরের আগে বেড়া দেওয়া সম্ভব নয় বলে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানিয়েছেন। হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন , মহাসড়কের সড়ক বিভাজকে জনস্বার্থে এবং যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে কাটাতরের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ার জন্য গত ১৭ মার্চ ২০২৪ লিখিত একটি চিঠি প্রদান করেছেন নারায়ণগঞ্জ সড়ক অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসকে। সরেজমিনে দেখা যায় মহাসড়কের ৮ লেনের মধ্যে ২ লেন ঢাকাগামী দ্রুতগামী লেন এবং চট্রগ্রামগামী দ্রুতগতির ২ টি লেন রয়েছে। এছাড়া সার্ভিস রোড রয়েছে উভয় দিকে ২ লেন করে ৪ লেন রয়েছে। কিন্তু ঢাকাগামী দূরপাল্লাগামী  বাস গুলো কাঁচপুর ব্রিজ পার হয়ে শিমরাইলের যাত্রী নামানোর জন্য লোকাল লেনে ( সার্ভিসরোড/ আঞ্চলিক লেন) প্রবেশ করলে শিমরাইলে অনায়াসে এবং নিরাপদে জীবনের ঝুঁকিবিহীন যাত্রী নামতে পারেন। কিন্তু বাসগুলো লোকাল লেনে ঢুকে যাত্রী নামিয়ে চলে যায়। স্কুল শিক্ষক মোঃ কামাল হোসেন বলেন, বাসগুলো দ্রুতগতির লেনে যাত্রীদের নামিয়ে দেয় সম্পূর্ণ ঝুঁকির মধ্যে যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। চট্রগাম থেকে আসা বাসযাত্রী রহিমা বেগম ও তার বৃদ্ধ স্বামী আব্দুল আজি বলেন, আমরা বাসের সুপার ভাইজারকে বলেছি বাস লেনে ঢুকে নিরাপদে আমাদের নামাতে কিন্তু তারা তা না করে আমাদের সড়ক বিভাজকের মধ্যে দ্রুতগতির লেনে নামিয়ে দিয়ে বাস চলে গেছে এখন আমরা বুড়া মানুষ কিভাবে এত উচু দেওয়াল টপকাবো বুঝতেছিনা। বাস চালক আব্দুল হক ও মোঃ কামরুল ইসলাম বলেন, লোকাললেনে নিষিদ্ধ যানবাহন দখল করে যানজট সৃষ্টি করার কারণে আমরা লোকাললেনে ঢুকে সময় নষ্ট করতে চাইনা তাই দ্রুতগতির লেনে যাত্রী নামিয়ে চলে যাই।

এদিকে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা স্বার্থে দ্রুতগতির লেনে কোন বাস থামিয়ে যাত্রী যাতে নামাতে না পারে সে জন্য আমরা সজাগ রয়েছি। গত ১১ মার্চ থেকে আমরা অভিযান চালাচ্ছি। গত ১১ দিনে ১৫৪ টি বাসের নামে মামলা করেছি এবং ১০ টি বাসের কাগজপত্র না থাকায় আটক করেছি এবং এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে টিআই একেএম শরফুদ্দিন আরও বলন, লোকাল লেন সম্পূর্ণ পরিস্কার রেখেছি যাতে ঢাকাগামী দুরপাল্লাগামী বাস শিমরাইলে এসে লোকাল লেনে এসে যাত্রীদের নিরাপদে নামাতে পারে সে ব্যবস্থা করেছি।

 

 

 

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা