সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১১:০৯

সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ থাকার ৫ ঘন্টা পর আখাউড়া – আগরতলা সড়ক চালু

 

শাহজাহান জনি, আখাউড়া থেকেঃ

 

ঢাকা – আখাউড়া – আগরতলা আম্তর্জাতিক সড়ক পথে আখাউড়া বর্ডারের কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে সড়ক বন্ধ হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ বুধবার ( ২৪ এপ্রিল ২০২৪) সকাল আটটার দিকে নির্মাণাধীন একটি সেতু থেকে ট্রাকটি উল্টে গিয়ে ধানক্ষেতে পড়ে যায়৷ এ সময়ে সেতু এলাকায় পাথরের স্তুপ সড়কে পড়ে গিয়ে সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার  ছুটে এসে নির্মাণাধীন সেতুর ঠিকাদারকে ফোন করে ডেকে এনে একাধিক লেবার লাগিয়ে সড়কের ওপর থেকে পাথরের স্তুপ কিছুটা সরিয়ে দেওয়ার পর বেলা সোয়া একটার পরে যানবাহন চলাচল শুরু হয়৷ ভারতের আগরতলা থেকে ঢাকাগামী রয়েল কোচের যাত্রী সাংবাদিক মোঃ নাসির উদ্দিন বলেন, প্রচন্ড রোদ ও তীব্র তাপতাহে দীর্ঘ কয়েক ঘন্টা আমরা আখাউড়ার সড়কে দূর্ঘটনাস্থলে আটকা পড়ি৷ আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রখর রোদে দাঁড়িয়ে বন্ধকৃত সড়কটি যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন৷ আন্তর্জাতিক রুট হিসেবে পরিচিত সড়ক এভাবে দীর্ঘ ৫ ঘন্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসন কিংবা সরকার দলীয় কোন নেতাকর্মীকে যানবাহন চলাচলে সহায়তা করার জন্য এগিয়ে আসতে না দেখে আগরতলা থেকে ঢাকাগামী রয়েল কোচের যাত্রীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন৷ তবে উপস্থিত শত শত বিভিন্ন যানবাহনের যাত্রীরা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তড়িৎগতিতে সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়ায় এবং যাত্রীদের দুর্ভোগ লাঘব করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা