সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:৫৮

সিদ্ধিরগঞ্জে ধারালো চাকু সহ ছিনতাইকারীকে পুলিশে দিলেন কাউন্সিলর মতি

ইসমাইল হোসেনঃ
সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে নেশার টাকা জোগাড় করতে ধারালো চাকুদিয়ে ভয়-ভীতি দেখানো এক ছিনতাইকারীকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি।গতকাল সোমবার দুপুরে (১৪ ফেব্রুয়ারি) সুমিলপাড়া রেললাইন বিহারীক্যাম্প এলাকা থেকে চাকুসহ ভয়-ভীতি দেখিয়ে ছিনতাইকালে হাতেনাতে ধরা হয়।এসময় বিক্ষুব্ধ জনতা ধরে মারধর করলে কাউন্সিলর মতিউর রহমান মতি তাদেরকে শান্ত করে নিকটস্থ থানা পুলিশকে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যান।গ্রেফতার কৃত ছিনতাইকারী হলেন – সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের চরশিমুলপাড়া এলাকার জমশের আলীর ছেলে আমীর (৪৫)।এদিকে ৬নং ওয়ার্ডবাসী জানান,গ্রেফতারকৃত আমীর এলাকায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রয় করে।এছাড়া সে একজন নেশাগ্রস্ত লোক। এলাকায় ভয়-ভীতি দেখিয়ে চুরি ছিনতাই কাজেও সে লিপ্ত।এ এলাকায় আরো অনেক রাঘববোয়াল রয়েছে যারা ৬নং ওয়ার্ডকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে।আর এসব রাঘববোয়ালরাই দৃশ্যমান মাদকবিরোধী অভিযান না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।এসময় সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন এ ওয়ার্ড কে মাদকমুক্ত করতে হলে জোড়ালো মাদক বিরোধী অভিযান চালাতে হবে বলে মত দেন এলাকাবাসী। নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, মাদক ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে অভিভাবকদের আগে সচেতন হতে হবে। প্রথমে নিজের ঘরকে মাদক মুক্ত করতে হবে। আর এটা সম্ভব হলে সমাজ, জাতি ও দেশ মাদক মুক্ত হবে।মাদক নির্মূলে এটাই হলো আমাদের প্রথম করনীয় কাজ।মাদক সেবী সৃষ্টি না হলে মাদক ব্যবসায়ীরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা