সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:৫৫

আদমজীতে কথাকাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে যুবক নিহত

ইসমাইল হোসেনঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর চরসুমিলপাড়া সাধুররঘাট এলাকায় কথাকাটাকাটির জের ধরে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নাজমুল হাসান (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নাসিক ৬ নং ওয়ার্ডের আদমজীর চরসুলিপাড়া সাধুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার চরমোহন এলাকার জালাল ওরফে ইউনুছ আলী হাওলাদারের ছেলে। সে আইলপাড়া এলাকার রব্বানীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে পরিবারের সাথে বসবাস করতো বলে জানাগেছে। নিহত নাজমুলের আত্মীয় সেলিম জানায় , ওই এলাকায় একটি দোকানে চুরি সংঘটিত হয় কয়েক দিন পূর্বে ওই কথা প্রসঙ্গে নাজমুল একটি দোকানে বসে মন্তব্য করে বলেন এই এলাকার লোকজন এই চুরির সাথে জড়িত। এ কথা শুনে একই দোকানে বসা ছিল রিপন ও ও ইমন নামে দুসহোদর। তারা এর প্রতিবাদ জানায়। এ নিয়ে তর্কবিতর্ক এবং কথাকাটাকাটির এক পর্যায়ে রিপন ও ইমন নাজমুলকে প্রথমে পিটিয়ে এবং পরে শরীরের বিভিস্সস্থানে ছুরিকাঘাত করে ফেলে যায়। তাকে উদ্ধার করে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজমুল পেশায় রাজমিস্ত্রী হলেও মাদক ব্যবসার সাথে জড়িত।এক সপ্তাহ আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সে গতকাল বুধবার জেল থেকে জামিনে বের হয়। আদমজী বিহারী ক্যাম্পের একাধিক ব্যক্তি জানায়, আদমজী বিহারী ক্যাম্পের মুরাদের দুই ছেলে ইমন (২০) ও রিপন (১৮) মাদক ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জ থানার ওসি ােঃ মশিউর রহমান পিপিএম (বার) জানায়, নাজমুল একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল এবং সে গতকাল জামিন মুক্তিলাভ করে করে। মাদক নিয়ে নাজমুল ও মিন ও রিপনের মধ্যে কোন ভাগবাটোয়ারা কিংবা দ্বন্ধ ছিল কিনা এ বিষয়ে ওসি মশিউর রহমান পিপিএম (বার)বলেন,একটি দোকানে চুরি হওয়ার বিষয় নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি অবগত হয়েছেন। তিনি আরও বলেন, বিস্তারিত ঘটনাতদন্ত সাপেক্ষে বোঝা যাবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানায়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা