সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ,
২রা মহর্‌রম, ১৪৪৬ হিজরি, সকাল ১০:২২

ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
২ কিশোরের পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ছিনতাইকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কাউসার (১৯), সাগর হোসেন (১৯), আব্দুর রহমান (১৯) এবং মো. মিলন (১৯)। এর সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়ার আইলপাড়া এলাকায় বসবাস করতো।এ বিষয়ে হাইওয়ে শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছিনতাই করে আসছিল৷ শুক্রবার রাতে মোঃ শাহিন (১৫) ও মোঃ ইমন (১৫) নামে দুই কিশোর সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে হেঁটে সিদ্ধিরগঞ্জের মিজমিজিস্থ বাসায় ফেরার পথে ওই ৪ ছিনতাইকারী তাদের পথরোধ করে ধারালৈা চাকু উচিয়ে মারধর করতে থাকে এবং এক পর্যায়ে তাদের পকেটে জোর পূর্বক ইয়াবা ঢুকিয়ে দিয়ে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় তারা ডাকচিৎকার দিলে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রবিনদাশ পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের হাইওয়ে পুলিশ সিদ্ধিরগঞ্জ থনা পুলিশে সোপর্দ করেছে।এ ব্যাপারে ওই দুই কিশোরের অভিভাবক চাচা মোঃ রহমত উল­্যাহ বাদী হয়ে ৪ ছিনতাইকারীকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় গতকাল শনিবার দুপুরে একটি মামলা দায়ের করেন।সিদ্ধিরগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের মামলা নেওয়া হয়েছে বলে স্বীকার করেন। প্রায় প্রতি রাতেই মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল ও কাঁচপুরব্রিজের নিচে অহরহ ছিনতাই সংঘটিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা