বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সকাল ৭:৩৬

সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনে আগুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ​ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ শিমরাইল অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
​তাৎক্ষণিক স্থানীয় লোকজন ঘটনা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের বেশিরভাগ অংশ পুড়েগেছে৷
​নাফ পরিবহনের মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০ টার সময় চালক নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিস শিমরাইল এর সামনে পার্কিং করে রেখে যান। সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
​ হাইওয়ে পুলিশের শিমরাইল এর ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন ​অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, কিভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা